Professor Yunus addresses Indian Science Congress and Challenges the Scientists to devise Technology Exclusively to Solve People's Problems
05 Jan, 2017  
Fig: Professor Yunus addresses Indian Science Congress and Challenges the Scientists to devise Technology Exclusively to Solve People's Problems

Yunus Centre Press Release (05 January, 2016)

Professor Yunus addressed a plenary session of the 104th Indian Science Congress on 4 January. The huge auditorium of Sri Venkateswaran University in Tirupati , Andhra Pradesh , the venue of the congress, was full to the brim with scientists, students and others coming from all over India. Professor Yunus in his hour-long speech explained the latest progress of the social business all over the world and especially in India. He explained the finer points of this concept of non-dividend business to solve social problem. In a hall full of India's brightest young scientists and young technologists he asked them to be entrepreneurs, not job seekers and create new ideas in social business so as to banish forever poverty, unemployment, carbon emission - the three zeros advocated by him.

Professor Yunus pointed out the extreme concentration of wealth in the hands of a few people, and said that only the millions of young entrepreneurs can stop this dangerous trend of continuous concentration of wealth. Lecture was followed by questions asked by an almost endless number of members of audience especially young scientists. A major theme that came from his answers was that technology research is at present directed to the needs of the profit earning businesses. If it is directed exclusively to social goals by the new generation of young technologists, much of the problems of poverty, joblessness and small enterprise success which seem to be insurmountable today will not be there. Audience gave him a standing ovation at the end of session.

Professor Narain Rao, the General President of this 104th Indian Science Congress presided over the event and conducted the question & answer session.

-------- END -------

 

প্রেস রিলিজ

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের ভাষণ ঃ সমাজের সমস্যা সমাধানে বিজ্ঞানীদের প্রতি বিশেষভাবে প্রযুক্তি নির্মাণের চ্যালেঞ্জ

১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একটি প্লেনারী সেশনে ৪ জানুয়ারী ২০১৭ ভাষণ দিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। কংগ্রেসের অনুষ্ঠানস্থল ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অবস্থিত শ্রী ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ের দর্শক-পূর্ণ বিশাল অডিটোরিয়ামে ভারতের বিভিন্ন এলাকা থেকে আগত বিজ্ঞানী, ছাত্র ও অন্যান্যদের উদ্দেশ্যে প্রদত্ত তাঁর এক ঘন্টা ব্যাপী বক্তৃতায় প্রফেসর ইউনূস শ্রোতাদের কাছে বিশ্বব্যাপী বিশেষ করে ভারতে সামাজিক ব্যবসার সর্বশেষ অগ্রগতি তুলে করেন। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে এই নন-ডিভিডেন্ট ব্যবসার সুক্ষতর দিকগুলো তিনি বিশদভাবে ব্যাখ্যা করেন। ভারতের প্রতিভাবান তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দ্বারা পূর্ণ অডিটোরিয়াম কক্ষে প্রফেসর ইউনূস তাঁদের চাকরী না খুঁজে বরং উদ্যোক্তা হবার আহ্বান জানান এবং পৃথিবী থেকে দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃস্বরণ চিরতরে বিলুপ্ত করতে--অর্থাৎ তাঁর “তিন শূন্য”র রূপকল্প বাস্তবায়িত করতে সামাজিক ব্যবসায়ে নতুন নতুন ধারণা উদ্ভাবন করতে তাঁদের চ্যালেঞ্জ জানান।

প্রফেসর ইউনূস গুটিকয়েক ব্যক্তির হাতে পৃথিবীর সম্পদের প্রচন্ড কেন্দ্রীকরণের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কেবল লক্ষ লক্ষ তরুণ উদ্যোক্তাই পারে সম্পদের ক্রমাগত কেন্দ্রীকরণের এই ভয়ংকর প্রক্রিয়াটিকে ঘুরিয়ে দিতে। তাঁর বক্তৃতা শেষ হবার পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে অসংখ্য শ্রোতা বিশেষ করে তরুণ বিজ্ঞানীরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তাঁর উত্তরে একটি বিষয় বিশেষ করে উঠে আসে আর তা হলো, বর্তমান প্রযুক্তি গবেষণাগুলো মূলত মুনাফা অনুসন্ধানী ব্যবসাগুলোর চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত। নতুন প্রজন্মের তরুণ প্রযুক্তিবিদরা যদি সুনির্দিষ্টভাবে সামাজিক সমস্যাগুলোর সমাধানে মনোনিবেশ করে, তাহলে দারিদ্র ও বেকারত্ব এবং ক্ষুদ্র উদ্যোগের সাফল্যের সমস্যা যা এখনো অনতিক্রম্য বলে মনে হচ্ছে--পুরোপুরি দূর করা যাবে। সেশনের শেষে শ্রোতারা দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান।

১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের à¦ªà§à¦°à¦§à¦¾à¦¨ সভাপতি প্রফেসর নারাইন রাও এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালন করেন।

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More